Friday, April 15, 2022

PEMIS এ শুমারি ও শিক্ষকের তথ্য দেওয়ার জন্য যা যা লাগবে,

PEMIS

PEMIS এ শুমারিতথ্য দেওয়ার জন্য যা যা লাগবে,,,

১) ৩০ পৃষ্ঠার শুমারিতথ্য ফরম পূরণ করে নিতে হবে।

২) বিদ্যালয় তথ্য আপডেট করার জন্য নিম্নের ডকুমেন্টের মূলকপি স্কেন করে আপলোড করতে হবে-

ক) গেজেটের স্ক্যান কপি (প্রতিষ্ঠান জাতীয়করণের গ্যাজেট)

খ) ভবনের সামনের ছবি

গ) ভবনের বামের ছবি

ঘ) ভবনের ডানের ছবি

৩) শিক্ষকতথ্য আপডেট করার জন্য নিম্নের ডকুমেন্টের মূলকপি স্কেন করে আপলোড কররে হবে-

ক) শিক্ষকের ছবি

খ) শিক্ষকের নিয়োগের গেজেট/অর্ডারের কপি (নিয়োগপত্র)

গ) শিক্ষকের এনআইডির কপি

ঘ) শিক্ষকের স্বাক্ষরের কপি

ঙ) শিক্ষকের পিতার এনআইডির কপি

চ) শিক্ষকের মাতার এনআইডির কপি

ছ) শিক্ষকের স্বামী/স্ত্রীর এনআইডির কপি

জ) শিক্ষকের সন্তানদের জন্মনিবন্ধনের কপি

ঝ) শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের কপি

ঞ) শিক্ষকের পোষ্টিংয়ের গেজেটের স্ক্যান কপি

ট) শিক্ষকের সকল প্রশিক্ষণের সনদ কপি (যেসব প্রশিক্ষণের অপশন পোর্টলে আছে-ডি.পি.এড, সি.ইন.এড, বি.এড, এম.এড, বিষয় ভিত্তিক বাংলা, বিষয় ভিত্তিক ইংরেজি, বিষয় ভিত্তিক গণিত, বিষয় ভিত্তিক সমাজ, বিষয় ভিত্তিক বিজ্ঞান, বিদ্যালয় ব্যবস্থাপনা, প্রাক-প্রাথমিক, শারীরিক শিক্ষা, লিডারশীপ, একীভুত শিক্ষা, সাব-ক্লাস্টার, কারিকুলাম ডিসমিনেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার, কম্পিউটার কোর্স, বেসিক ইন সার্ভিস, আইসিটি ইন এডুকেশন, এম ডব্লিউ টি এল, সঙ্গীত, চারু ও কারু কলা, প্রশিক্ষণ বিহিন, বৈদেশিক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, বৈদেশিক স্বল্পমেয়াদী প্রশিক্ষণ)

শিক্ষক তথ্য আপডেটের জন্য নিম্নোল্লিখিত অনেক তথ্যই লাগবে যা ৩০ পৃষ্ঠার ফরমে নেই।

শিক্ষক তথ্য আপডেটে যা লাগছে-

শিক্ষকের মৌলিক তথ্য, যেমন-

নাম (বাংলা)

নাম (ইংরেজি)

জেন্ডার

জন্ম তারিখ

মোবাইল নম্বর

ইমেইল

বিদ্যালয়

পদবি

চাকরির অবস্থা

নিয়োগের ধরন

নিয়োগের কোটা

নিয়োগের গেজেট/অর্ডার নম্বর

নিয়োগের গেজেট/অর্ডারের তারিখ

নিয়োগের গেজেট/অর্ডারের কপি

পিন নম্বর

জাতীয়তা

আইডির ধরণ

এনআইডি নম্বর

এনআইডি কপি

ধর্ম

প্রতিবন্ধী?

বিশেষত্ব

ক্ষুদ্র নৃগোষ্ঠীগত কি?

রক্তের গ্রুপ

স্বাক্ষর

বর্তমান ঠিকানা

স্থায়ী ঠিকানা

পিতা-মাতার তথ্য, যেমন-

পিতার নাম (বাংলায়)

পিতার নাম (English)

পিতার জন্মতারিখ

পিতা কি মৃত?

পিতার আইডির ধরণ

পিতার এনআইডি নং

পিতার এনআইডি কপি

পিতার পেশা

পিতা কি প্রতিবন্ধী?

মাতার নাম (বাংলায়)

মাতার নাম (English)

মাতার জন্মতারিখ

মাতা কি মৃত?

মাতার আইডির ধরণ

মাতার এনআইডি নং

মাতার এনআইডি কপি

মাতার পেশা

মাতা কি প্রতিবন্ধী?

বৈবাহিক অবস্থার তথ্য, যেমন-

স্বামী/স্ত্রীর নাম (বাংলায়)

স্বামী/স্ত্রীর নাম (English)

স্বামী/স্ত্রীর জন্মতারিখ

স্বামী/স্ত্রীর কি মৃত?

স্বামী/স্ত্রীর আইডির ধরণ

স্বামী/স্ত্রীর এনআইডি নং

স্বামী/স্ত্রীর এনআইডি কপি

স্বামী/স্ত্রীর পেশা

স্বামী/স্ত্রীর কি প্রতিবন্ধী?

সন্তানের তথ্য, যেমন-

সন্তানের নাম (বাংলায়)

সন্তানের নাম (English)

সন্তানের জন্মতারিখ

সন্তানের কি মৃত?

সন্তানের আইডির ধরণ

সন্তানের জন্মনিবন্ধন নং

সন্তানের জন্মনিবন্ধনের কপি

সন্তানের পেশা

সন্তানের কি প্রতিবন্ধী?

শিক্ষাগত যোগ্যতার তথ্য

সার্টিফিকেট/ডিগ্রীর নাম

বিষয়

বোর্ড/বিশ্ববিদ্যালয়

পাশের সন

পাশের বিভাগ/গ্রেড

সার্টিফিকেটের কপি

এটি কি সর্বোচ্চ অর্জিত ডিগ্রি?

পোস্টিং এর ইতিহাস, যেমন-

পদবি

বিশেষত্ব

যোগদানের তারিখ

পোস্টিং এর ধরণ

প্লেসমেন্ট স্কুল

পোস্টিং এর গেজেট

গেজেট নম্বর

গেজেটের তারিখ

গেজেটের স্ক্যান কপি আপলোড করুন

এটিই বর্তমান পোস্টিং

প্রশিক্ষণের তথ্য, যেমন-

প্রশিক্ষণের নাম

প্রশিক্ষণের সনদ কপি

প্রশিক্ষণ শুরু হওয়ার তারিখ

প্রশিক্ষণ শেষ হওয়ার তারিখ

Thursday, April 7, 2022

Data entry table for IPEMIS server for primary school teachers প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের IPEMIS সার্ভারে তথ্য এন্ট্রি ছক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের IPEMIS সার্ভারে তথ্য এন্ট্রি ছক 

Data entry table for IPEMIS server for primary school teachers.

(ছবিটি বড় করে দেখতে ছবিতে টাচ করুন)

ছকটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে ⤵️নিচের লিংকে ক্লিক করুন ⤵️

Tuesday, April 5, 2022

PEMIS সম্পর্কিত কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর

 



PEMIS সম্পর্কিত  কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর :

১. PEMIS সিস্টেমে কোন ইউজার নেম ব্যবহার করবো?

#উত্তর : সিস্টেমে প্রদত্ত আপনার মোবাইল নাম্বার কিংবা ই-মেইল এড্রেস কে আপনি ইউজার-নেইম হিসাবে ব্যবহার করতে পারবেন।


২. আমার মোবাইল নাম্বার/ই-মেইল এড্রেস দিয়ে কোন ইউজার খুজে পাওয়া যাচ্ছে না কেন?

#উত্তর : পুরাতন সিস্টেমে (ই-প্রাইমারি সিস্টেমে) আপনার যেই ই-মেইল এড্রেস বা মোবাইল নাম্বার দেয়া আছে, সেটা ব্যবহার করুন। যদি পুরাতন সিস্টেমে আপনার কোন তথ্য না থেকে থাকে তবে আপনার যেই মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস দিয়ে আপনার একাউন্ট খোলা হয়েছে তা ব্যবহার করুন। অন্যথা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্যে সিস্টেমে ব্যবহৃত আপনার ই-মেইল এড্রেস বা মোবাইল নাম্বারটি খুঁজে নিন বা তৈরি করে নিন।


৩. বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য ইউজার  কে তৈরি করবে?

#উত্তর : সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণ, তাঁদের নিজ নিজ এলাকার সকল বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইউজার তৈরি করে দিবেন এবং সে সকল প্রধান শিক্ষকগণ তাঁদের নিজ নিজ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগনকে সিস্টেমে যুক্ত করতে পারবেন।


৪। পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো?


#উত্তর : সাইন-ইন পেইজে 'পাসওয়ার্ড ভুলে গিয়েছেন?' লিঙ্ক এ ক্লিক করুন। অনবোর্ডিং এর সময় আপনার সিলেক্ট করা নিরাপত্তা প্রশ্নের উত্তর দিয়ে আপনার পছন্দ মত নতুন পাসওয়ার্ডটি সিস্টেমে সেট করুন। নিরাপত্তা প্রশ্নের উত্তর সঠিকভাবে মনে না থাকলে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্যে নতুন পাসওয়ার্ড সেট করে নিন।


৫. অন-বোর্ডিং এর সময় দেয়া নিরাপত্তা প্রশ্নের উত্তর  ভুলে গেলে কি করবো?


#উত্তর : এক্ষেত্রে আপনি আপনার নিকটতম সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণের সাথে যোগাযোগ করবেন। তাঁরা আপনার জন্য নতুন পাসোয়ার্ড সেট করে দিবেন।


৬. পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবো?


#উত্তর : সিস্টেমে সাইন-ইন করার পরে উপরের ডান পাশের কর্ণারে আপনার নাম ও পদবী দেখানো হয়। আপনার নামের উপর ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু দেখা যাবে। ড্রপ ডাউন মেনু থেকে ‘পাসওয়ার্ড পরিবর্তন করুন’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।


৭. ফর্মের কোন কোন ফিল্ডগুলি পূরণ করা আবশ্যক?


#উত্তর : প্রতিটি ফর্মের লাল তারকা (*) চিহ্নিত ফিল্ড গুলি পূরণ করা আবশ্যক।




৮. সিস্টেমে নিজের মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস কিভাবে পরিবর্তন করবো?


#উত্তর : সাইন-ইন করার পরে উপরের ডান পাশের কর্ণারে আপনার নাম ও পদবী দেখানো হবে। আপনার নামের উপর ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু দেখা যাবে। ড্রপ ডাউন মেনু থেকে ‘ইউজারের তথ্য আপডেট করুন’ অপশনে ক্লিক করলে আপনাকে আপনার ইউজার আপডেট পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার মোবাইল নাম্বার এবং ই-মেইল এড্রেসের উপর ক্লিক করে তা পরিবর্তন করতে পারবেন।


৯. বিদ্যালয়ের তথ্য কিভাবে আপডেট করবো?


#উত্তর : বাম পাশের মেনুতে ‘বিদ্যালয়ের তথ্য’ অপশনে ক্লিক করলে আপনাকে বিদ্যালয় মডিউলে নিয়ে যাওয়া হবে। বিদ্যালয়ের তথ্য সমূহকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কার্ড দেখতে পাবেন। আপনি যেই কার্ডের তথ্য আপডেট করতে চান সেই কার্ডে ক্লিক করে তথ্য আপডেট করুন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ইউজার গাইডের "বিদ্যালয় তথ্য ব্যবস্থাপনা" সেকশনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। (ব্যবহারকারীর গাইড ডাউনলোড করুন)


১০. বিদ্যালয়ের এত সকল তথ্য কি একবারেই ফিলাপ  করতে হবে?


#উত্তর : না, সকল তথ্য আপনার একবারেই ফিলাপ করা জরুরী নয়। আপনি যতটুকু তথ্য আপডেট করেছেন তা ড্রাফট করে রাখতে পারবেন। ধাপে ধাপে তথ্য আপডেট ও ড্রাফট করার মাধ্যমে যখন আপনার সকল তথ্য আপডেট করা হয়ে যাবে তখন আপনি তা অনুমোদনের জন্য সাবমিট করতে পারবেন। এক্ষেত্রে বেসরকারি বিদ্যালেয়র তথ্য সরাসরি আপডেট হয়ে যাবে, অনুমোদনের প্রয়োজন হবে না।


১১. নিজের বিদ্যালয়ের শিক্ষকের তালিকা কিভাবে দেখবো?


#উত্তর : বাম পাশের মেনুতে ‘শিক্ষক ব্যবস্থাপনা’ মডিউল থেকে ‘শিক্ষকের তালিকা’ অপশনে ক্লিক করে নিজের বিদ্যালয়ের শিক্ষকের তালিকা দেখেতে পাবেন।


১২. নতুন শিক্ষকের তথ্য কিভাবে এন্ট্রি করবো?


#উত্তর : সরকারি বিদ্যালয়ের নতুন শিক্ষকগণের তথ্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণ সকল প্রকার নিয়োগ নীতিমালা অনুসরণ করে এন্ট্রি করবেন। বেসরকারি বিদ্যালয়ের নতুন শিক্ষকগণের তথ্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন্ট্রি করবেন। বাম পাশের ‘শিক্ষক ব্যবস্থাপনা’ মডিউল থেকে ‘নতুন শিক্ষক’ অপশনে ক্লিক করে আপনার বিদ্যালয়ের নতুন শিক্ষকের তথ্য এন্ট্রি করতে পারবেন।


১৩. শিক্ষকগণের তথ্য কিভাবে আপডেট করবো?


#উত্তর : বাম পাশের মেনুতে ‘শিক্ষক ব্যবস্থাপনা’ মডিউলের নিচে ‘শিক্ষকের তালিকা’ অপশনে ক্লিক করে যে শিক্ষকের তথ্য আপনি আপডেট করতে চাচ্ছেন, তাকে খুঁজে বের করুন। তারপর সেই শিক্ষক এর তালিকার ডান পাশে ‘ম্যানেজ’ অপশন এ ক্লিক করে 'শিক্ষকের তথ্য আপডেট' অপশনটি ক্লিক করুন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ইউজার গাইডের "শিক্ষক তথ্য ব্যবস্থাপনা" সেকশনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। (ব্যবহারকারীর গাইড ডাউনলোড করুন)


১৪. শিক্ষার্থীদের তথ্য কিভাবে আপডেট করবো?


#উত্তর : বাম পাশের মেনুতে 'শিক্ষার্থীর সারাংশ' অপশনে ক্লিক করে শিক্ষার্থীদের তথ্য আপডেট করা যাবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ইউজার গাইডের "শিক্ষার্থীর সারাংশ এবং তথ্য ব্যবস্থাপনা" সেকশনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। 


১৫. বিদ্যালয়ের শুমারি কখন এবং কীভাবে জমা দিবো?


#উত্তর : বার্ষিক শুমারি চালু হলে আপনি আপনার ড্যাশবোর্ডের নোটিফিকেশন ব্যানারে তা দেখতে পাবেন। সেখানে আপনি শুমারি জমাদানের লিঙ্ক পাবেন। এছাড়াও বাম পাশের মেনুতে 'বার্ষিক শুমারি' মডিউলের 'শুমারি আবেদন ফর্ম' অপশনে ক্লিক করেও আপনি শুমারি পেইজে যেতে পারবেন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ইউজার গাইডের "শুমারী ব্যবস্থাপনা" সেকশনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। 


১৬. শুমারী সাবমিট করার পরে কিছু তথ্য পরিবর্তন করা প্রয়োজন হলে কী করবো?


#উত্তর : আপনার বার্ষিক শুমারী একবার জমা দেয়া হয়ে গেলে তা আর পরিবর্তন করা যাবে না। তবে আপনার শুমারি অনুমোদনের আবেদন প্রত্যাখ্যাত হলে আপনি আবার তথ্য সংশোধন করে পুনরায় জমা দিতে পারবেন। এজন্য আপনাকে আপনার সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে।


১৭. প্রত্যাখ্যাত শুমারি কীভাবে পুনরায় জমা দিবো?


#উত্তর : আপনার সাবমিটেড বার্ষিক শুমারী প্রত্যাক্ষিত হলে আপনার ড্যাশবোর্ডের নোটিফিকেশন ব্যানারে আপনি তা দেখতে পাবেন। সেখান থেকে আপনি প্রত্যাক্ষানের কারন সমূহও দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাকে দুইটি অপশন দেয়া হবে, আপনি চাইলে সম্পূর্ন শুমারী আবার নতুন করে পূরন করতে পারেন অথবা প্রত্যাখ্যাত শুমারির কিছু অংশ সংশোধন করে পুনরায় জমা দিতে পারেন।


১৮. পাঠ্যপুস্তকের চাহিদা কখন এবং কীভাবে জমা দিবো?


#উত্তর : পাঠ্যপুস্তকের চাহিদা জমা নেয়া শুরু হলে আপনি আপনার ড্যাশবোর্ডের নোটিফিকেশন ব্যানারে তা দেখতে পাবেন। সেখানে আপনি আপনার বিদ্যালয়ের জন্য চাহিদা জমাদানের লিঙ্ক পাবেন। এছাড়াও বাম পাশের মেনুতে 'বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ' মডিউলের 'বার্ষিক চাহিদা' অপশনে ক্লিক করেও আপনি আপনার চাহিদা জমাদানের পেইজে যেতে পারেন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ইউজার গাইডের "বই বিতরণ ব্যবস্থাপনা" সেকশনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।


১৯. আমার আবেদন সমূহ এবং সেগুলির অনুমোদনের  স্ট্যাটাস কীভাবে দেখবো?


#উত্তর : বাম পাশের মেনুতে 'আবেদনের তালিকা' মডিউলের অধীনে 'আমার আবেদনসমূহ' অপশনে ক্লিক করে আপনি আপনার অনুমোদনের জন্য অপেক্ষমান আবেদনসমূহ দেখতে পাবেন। যে সকল আবেদনসমূহ অনুমোদিত কিংবা প্রত্যাখ্যাত হয়েছে তা 'আবেদনসমূহের ইতিহাস' অপশনে ক্লিক করে দেখতে পাবেন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ইউজার গাইডের ‘আবেদনের তালিকা’ সেকশনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। 



Sunday, April 3, 2022

আগামি ৩১মে এর মধ্যে জমা দিতে হবে (IPEMIS)

 

এখন এক লিংকেই সব। ই-প্রাইমারি সিস্টেমে Integrated Primary Education Management Information System (IPEMIS) নামে নতুন একটি লিংক যুক্ত করা হয়েছে। সেখানে শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের তথ্য, বইয়ের চাহিদা, বার্ষিক শুমারি ইত্যাদি সব তথ্যই আগামী ৩১ মে -এর মধ্যে দিতে হবে। এখানে অধিকাংশ তথ্য ই-প্রাইমারি থেকে অটো চলে এসেছে। প্রত্যেক বিদ্যালয়ের আলাদা আলাদা একাউন্ট থাকবে। 



এই সিস্টেমে শিক্ষক প্রেফাইল আপডেট করতে চাইলে শিক্ষকের নিয়োগপত্র, প্রশিক্ষণ সনদ সহ সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদ, শিক্ষক, শিক্ষকের স্ত্রী ও তার পিতা-মাতার NID, সন্তানদের জন্মনিবন্ধন সনদের কপি স্ক্যান করে আপলোড করতে হবে। আরো তথ্যের জন্য নিচের লিংকে প্রবেশ করুন,,,,

লিংক নিচে দেয়া হলো :  

http://login.ipemis.dpe.gov.bd/login



Stipend_final_instruction. উপবৃত্তির_সংক্রান্ত_সর্বশেষ_নির্দেশনা

 

#উপবৃত্তির_সংক্রান্ত_সর্বশেষ_নির্দেশনা 

আবারও শুরু হতে চলেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ কার্যক্রম।  ইতোমধ্যেই বিদ্যালয়সমূহে এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রদান করা হয়েছে। যা দেখে অনেকেরই ঘুম হারাম হবার যোগার।  তবে একটু আন্তরিকভাবে করলেই কাজটি খুব সফল ভাবে বাস্তবায়ন করা সম্ভব। 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

১। 🖋️আপাতত এক্সেল শীটের শুধু ১৭ কলাম বিশিষ্ট ছকটিই পুরন করবেন। ২৮ কলাম পুরন করা  লাগবে না।

২।🖊️এক্সেল শীটে শ্রেণির ঘর উপরে আছে। সেখানেই শ্রেণি লিখতে হবে।  তবে চাইলে নতুন একটি কলাম সংযোজন করে শ্রেণি লিখতে পারবেন।  কেননা এক্সেল সিটে শুধুমাত্র তথ্য সংগ্রহে রাখার জন্য। এটা পরবর্তীতে পোর্টালে আপলোড করা যাবে না।  বরং এই তথ্য দেখে পোর্টালে লাইভ এন্ট্রি করতে হবে। 

৩।🖋️শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বাধ্যতামুলক। এবং সেটাও অবশ্যই অনলাইন হতে হবে। কেননা এবারের সফটওয়ারটি আইবাস++ এর মত। অর্থাৎ জন্মনিবন্ধন নং দিলেই নাম জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম অটো চলে আসবে। জন্ম নিবন্ধন না থাকলে আপনি সে শিক্ষার্থীর কোন তথ্যই সফটওয়্যারে এন্টি দিতে পারবেন না। 

৪। 🖊️যাদের জন্ম নিবন্ধন নেই বা থাকলেও অনলাইন করা নেই, তাদেরকেও অবশ্যই অনলাইন করে নিতে হবে। 

৫। 🖊️পিতা মাতা বা অভিভাবকের এন আই ডি বাধ্যতামুলক। 

৬।🖊️এক্সেল শীটে নাম সংক্ষিপ্ত দিলে হবে না। জন্ম নিবন্ধন বা এনআইডিতে যে নাম দেওয়া আছে তার পুরোটাই লিখতে হবে । 

৭। 🖊️যৌথ পরিবারের ক্ষেত্রে সর্বোচ্চ দুজন সন্তান উপবৃত্তির টাকা পাবে। তবে দুইজনের বেশি সন্তান থাকলে সকলের তথ্যই এন্ট্রি করতে হবে। 

৮। 🖋️পোর্টাল ওপেন হলে প্রত্যেকটি বিদ্যালয়ের একটি লগইন আইডি থাকবে।  লগইন করার পর প্রতিটি বিদ্যালয় তথ্যগুলি এন্ট্রি করবেন। 

৯।  🖋️অভিভাবকের যে কোন একটি ফিন্যান্সিয়াল  সার্ভিস প্রোভাইডারের একাউন্ট থাকলেই হবে।  অর্থাৎ বিকাশ, নগদ, রকেট,সিওরক্যাশ  যেটাই হোক দেয়া যাবে। তবে সেটি অবশ্যই সচল থাকতে হবে।

কোন মার্চেন্ট নাম্বার এজেন্ট নম্বর দেয়া যাবে না। এ বিষয়ে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। 

১০।  🖋️৩ নং পয়েন্টি এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

সুত্র: ২১/০৩/২২ খ্রি তারিখে উপবৃত্তির পাইলটিং প্রকল্পের আওতায় নির্বাচিত উপজেলা সমূহের জুম সভার আলোচোনা এবং ওরিয়েন্টেশন।







যখন নামিবে আধার(উপন্যাস) _হুমায়ূন আহমেদ।

 যখন নামিবে আধার _হুমায়ূন আহমেদ উপন্যাসটি পড়তে 👇👇👇Just Click https://drive.google.com/file/d/1SvS74GBSp7TYDwDTYYCnlGEtuL9DgTM7/view?usp...